অজানা আতংক তাড়া করে ফিরে আমায়
পিছনে দেখার সুযোগ নাই।
অন্ধকারে খুঁজে মরি পায়না কোন পথের দিশা
পথ নাই পথ নাই ভাবি কেন আমি এক!


অবসরে চলে গেছে আমার প্রিয় জন,
নিয়ম বেঁধে আসবেন আর কাজের প্রয়োজন
স্মরণ করি তাহার কথা কাজের আমার প্রয়োজন।


জীবন চলে গতিময় থামার সুযোগ নাই, হঠাৎ
থামলে, জ্যামে পড়ে ছুটার উপায় নাই।
আজ হবে না, কাল হবে না, হবে এক সময়,
অসময়ে কাজ হলে লাভের সুযোগ নাই।


সময়ের সাথে সময় ঘুরে জীবনের চাকা ঘুরে সাথে
প্রাণের স্পন্দন থেমে গেলে জীবের মরা ঘাটে।  


উদাস মনে পথের বাঁকে ভাবছি কেন বোকা
এসেছি ধরায় শূন্য হাতে ফিরতে হবে একা  
আদুর গগনে আলোর দিশারী এসব মরীচিকা,
মিছে হলো মায়ার বাঁধন ছিন্ন করে কেকা।