মধ্য বয়সে এসে কৈশোরের মত
ডানপিটে হতে ইচ্ছে জাগে মনে,
হাফ প্যান্ট পরতে, স্কুল পড়ুয়া মেয়ের
সাথে মন বিনিময় করতে,
একা একা হেসে উঠি অজানা শিহরনে।


দক্ষিণে র বারান্দায় পড়ন্ত বিকেলে বসে,
এক ঝাঁক তরুণীর চঞ্চলতা চলাফেরা
আনমনে তাদের উচ্ছ্বাস, দুরন্তপনা অবাক
নয়নে অবলোকন করি, কিশোর পুনার দৃষ্টিতে
নিজেকে নিয়ে যায়, সেই কিশোর বয়সে !


বর্তমানের কিশোর-কিশোরী রা সংযমী, ধৈর্যশীল
মনে হলো না, জীবনের চাওয়া কে প্রাধান্য দেয়,
ভবিষ্যৎ কি হবে ভাবে না, দেহ মনকে উপভোগ
করে দ্বিধাহীন চিত্তে!
আমার হৃদয়ের ভিতর প্রেমের ধনুক আসে।


জানিনা আমাদের সময় ঠিক ছিলাম কি না! নাকি এরা
আধুনিকের ছোঁয়া লেগেছে শহর আর গ্রামে
প্রযুক্তি বদৌলতে কিছুই হাতের বাহিরে নয়।
তবুও বলব: চরিত্র তৈরি হয় তিলে তিলে কিন্তু
ধ্বংস হতে সেকেন্ড লাগে না।


আমি প্রতিদিন নিজের ভিতর স্বপ্নের জাল বুনি
নিজেকে নতুন করে তৈরি করি, আমার ভালবাসা
ছড়িয়ে দিতে চাই আমার চারপাশে সকলের মাঝে।