সূর্য উঠে সূর্য ডুবে মেঘলা গগনে
ঈদের খুশি মাতিয়ে রাখে
নিজ ভুবনে,
আয় ছেলেরা আয় মেয়েরা
ঈদগাহ মাঠে যায়,
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে পড়ব
ঈদের নামাজ সেথায়,
বছর শেষে ঈদ এসেছে
খুশির সীমা নাই,
পাড়ায় পাড়ায় ঘুরব মোরা
বন্ধুর বাড়ী বাড়ী,
ফিরনি পোলাও সবই খাব
মনের আনন্দ করি,
ঈদের দিনে নাই ভেদা ভেদ
ধনী গরীবের মাঝে,
সবাই মিলে করব মজা
জাত, কুল, মান ভুলে।