ইচ্ছে করলে আমি আমার স্ত্রীর মালিকানা
নিতে পারি না,
ঈশ্বর প্রতিটি নর-নারীকে স্বাধীন ভাবে
ধরিত্রীতে পাঠিয়েছে,
কেউ বিশ্বাস করে কেউ করে না। স্ত্রীর
চিন্তা-চেতনা, চাওয়া-পাওয়া, ভাল মন্দ
সব কিছুই আলাদা।
ঠিক হবে কি ! আমার চিন্তা চাপিয়ে দেয়া !
বাবা হয়ত তাই করেছিল ?
কিন্ত আমি পারিনা, পারার কথাও নয় !
আমার ইচ্ছে হয় না, কেন হয় না তা
আমি জানি না।
লেখা পড়ায় সে তো আমার চেয়ে কম
নয়, বরং বেশী। কই আমি তো মা হতে
পারি না, হওয়ার চেষ্টা করলেও হবে না।
অফিস থেকে ফিরে আমি কখনো রান্না ঘরে
যায় না , কিন্ত আমার স্ত্রী ব্যস্ত হয়ে পড়ে ।
তবুও পুরুষ তান্ত্রিক সমাজ ব্যবস্থা এমনি,
নিজের সুবিধা ছাড়ে না।
ছেলে মেয়ে বিপথে গেলে মায়ের উপর
দোষ চাপাই কিন্ত নিজে দায়িত্ব পালন করি
না। ঈশ্বর পাঠিয়েছে আলাদা করে দোহাই
দিয়ে সুবিধা ভোগ করি ! আমার বিশ্বাস এ
ভাবে বেশী দিন চলবে না।