ইতিহাস কখন ও মিথ্যা বলে না
সে হাঁটে তার নিজস্ব ঢং-এ নিজস্ব গতিতে
বাঁধা দিলে ও সে বাঁধা উপেক্ষা করে চলে
আমরা ও হাঁটি আমাদের মতো পিছনে সামনে
খানা খন্দ আঁকা বাঁকা নানাবিধ ক্ষত চিহ্ন
ইতিহাসের হাঁটার পথ ও একই!

তুমি এক আনন্দ দিনের গল্প করছো
তখন কি মনে পড়ে না অন্ধকার ভয়ংকর অথবা
দম বন্ধ করা কোন এক খারাপ দিনের কথা
জীবনের অতীতটা এমনই ভাল আর মন্দের মিলন
তবু ও জীবন চলে যায় সামনের দিকে!

দিন বদ্‌লেছে সময় বদ্‌লেছে মানুষের মানুষিকতা ও
পূর্বের ইতিহাস স্মরণ করে তুমি আন্দোলন করছো
বর্তমানের সময়ে হুবহু ঐ ঘটনা ফিরবে কি ?
হরতাল অবরোধ অসহযোগ আন্দোলন স্বাধীনতার যুদ্ধ
ডিজিটাল যুগে মানুষ তার নিজের স্বার্থ খুঁজে !

ভোরের নতুন সূর্য দেখতে হলে মুছে ফেলতে হবে
সব অন্ধকারের ভয়াল থাবা সত্য মিথ্যার রূপ চিন্তে হবে
ইতিহাস কে তুমি যদি সাক্ষী রাখ!
ইতিহাস কারো চাপিয়ে দেয়া পথে হাঁটে না সে হাঁটে তার মত!