ঈশান কোনে কোলো মেঘের ঘনো ঘটা। মনে হয়, এই
বুঝি নেমে এলো কাল-বৈশাখীর তান্ডবলীলা , কিন্ত না !
হঠাৎ দেখি থমকে গেল !


কাল-বৈশাখীর মনে কি ! প্রকৃতি প্রেম জেগে উঠল !
সে’ কি প্রকৃতির প্রেমে পড়ে বন্ধ করে দিলো তার
তান্ডবলীলা।


এ দিকে, পরান তো যাই যাই ভাব, ভ্যাপসা গরম, সহ্য
করা কঠিন, গরমে শরীর ঘেমে ঘামাচি চিটপিট করছে,
মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে। এই বুঝি দেহ থেকে
প্রাণ টা বেরিয়ে যাবে।


তবে কি! কাল-বৈশাখীর তান্ডব আর হবে না ! ঋতুর
সাথে  ঋতুর প্রেম, প্রকৃতির সাথে মানুষের। আমন্ত্রন
জানাই বৈশাখ তোমাকে বাঁচার তাগিদে!


কেউ কি চায়, কাল-বৈশাখী প্রকৃতির সুন্দর্য লন্ড-ভন্ড
করে  দিক, চায় না, তবুও জীবন বাঁচানোর তাগিদে
আসুক ঝড়-বৃষ্টি, দুর ইউক জরা-জীর্ণ, আসুক স্বস্থ্যি।