মনে হয় এই তো সেই দিন’’’’’’’’’’’’’’!
শাহাবাগের মোড়ে, টিএসসির বারান্দায়, মধুর ক্যান্টিনের
সামনে একে অপরের আঙ্গুল ধরে পথচলা ।


ডাসের সামনে মুখোমুখি বসে পড়ন্ত বিকেলে কত না
কথা হতো দু’জনের তোমার আমার , পরিবারের, সমাজ,
দেশ, দেশের রাজনীতি ইত্যাদি ইত্যাদি নিয়ে !


আমার খুব রাগ হতো, বসেই তুমি মগ্ন হতে আঁকি-উঁকিতে
জীবনের সমস্ত বাঁকে, বাস্তবতা আর্ট পেন্সিলে তুলে ধরতে
তোমার আঁকার খাতায়, কোন কিছু জিজ্ঞাসা করলে বলতে
হুঁ , রাগ হলে বলতে শুনছি তো !


আমার ভীষন রাগ হতো, সত্যি তোমাকে উজাড় করে
ভালবেসে  ছিলাম; কখন যে, ছাত্র জীবন শেষ হয়ে গেল
বুঝতে পারিনি। তুমি আর্ট কলেজে আর আমি ইতিহাসে।


তখন কিন্ত আমি বুঝিনি সত্যি সত্যি, তুমি আমার কাছে
ইতিহাস হয়ে থাকবে ! আজ তুমি কোথায় ! আমি জানি না,
জানার অনেক চেষ্টা করেছি, কোন ঠিকানায় পায়নি তোমার।


আমি জানি না ! তুমি এখনও আঁক কিনা, বলে ছিলে আমার
পরশ না পেলে তোমার আঁকা আসেনা, আমাকে না দেখলে
পৃথিবীটা অন্ধকার লাগে !


আমি আজও অজানা টানে, যে সমস্ত জায়গায় আঙ্গুল ধরে
ধরে হাঁটতাম, সেই জায়গা গুলো দিয়ে হাঁটি। নির্মম সত্যিটা
কি জান! তোমার নরম হাতের আঙ্গুল টা নাই, হয়ত অন্য
কারো আঙ্গুল ধরে হাঁটছো ?


এই লেখা যদি কখনও তোমার চোখের সামনে পড়ে হয়ত
তুমি পড়বে, অবাক হবে, ভাববে কে এই ছেলেটি ছাত্র
জীবনে যার আঙ্গুলটা শক্ত করে ধরেছিলাম, সেই ছেলেটি
নয়তো;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;!