রুনু ঝুনু রুনু আলী, ফেরি করে জিনিষ বেচি, পুঁজি আমার অল্প,
কে শুনবে আমার গল্প ! সারা দিন পাঁয়ে হাঁটি, জিনিষ বেচি অল্প
লাভ হয় স্বল্প, পোড়া কপালের গল্প !

ধানের ক্ষেতের আইল ধরে, মাথায় বোঝা হাঁটছি ধীরে,
দুরে থেকে দেখা যায় গ্রাম থেকে গ্রামান্তর  ..................,
মনে হয় আছে সেথায় ঘর বাড়ী অন্তর ।

সুর করে হাঁক মারি, গাঁয়ের বধুর নজর কাড়ি,
কাছে গেলে মনের ভুলে, ডেকে ফেলি কাকি বলে ।
আঁচলে মুখ লুকিয়ে, হেসে ফ্যালে খিল খিলিয়ে
ঘিরে ধরে গোল করে, গাঁয়ের বধু সকলে মিলে।

সবাই মিলে শাড়ি দেখে , ...............!
শাড়ি, ব্লাউজ, পেটিকোটের কাপড়, আরো আছে
আলতা, ফিতা, চিরুনী, লিপষ্টিক, কোন কিছুর কমতি নাই
মন পছন্দের জিনিষ কিনবেন, লাভ ছাড়া বেচন নাই !

প্রতিদিন ফেরি করি, নাই তো কোন ছল-চাতুরী,
গায়ে গতরে খাটি বলে, সংসার চালায় ফেরি করে,
সন্ধ্যার পর বাড়ী ফিরি, বউ করে ঘ্যান ঘ্যানানি !

ফেরি ব্যবসায় সংসার চলে না, সংসারের চাহিদা মিটানো যায়না
খানে –ওয়ালা আমরা পাঁচ জন, উপার্জন করি মাত্র একজন,
অভাব আমাদের নিত্য সঙ্গী, ফেরির সাথে অভাব টানি
নদী ভাঙ্গনে সম্পদ হারা, হলাম আমি ফেরি-ওয়াল।