সময় বহিয়া যায় নদীর স্রোতের মত
তেমনি থেমে থাকে না মানুষের চলার গতি
মায়ের জরায়ুতে আমার জন্মের সুত্রপাত
বেড়ে উঠা ভ্রনু বুঝি নাই পৃথিবীর জঞ্জাল !


জন্মের পর নিঃস্ব আমি পড়েছিলাম ধরাতে
অবশেষে মায়ের কোলে মায়ের বুকে আশ্রয়
বাল্যকালের আনন্দ ভাগাভাগি পরিবারে
কৈশর বেয়াড়া সময় অসস্থি সবার চেখে ।


যৌবনে লোভ আমার সঙ্গী হয় অপরের সাথে
চাওয়া পাওয়া বেশভুষা আনন্দ চোখে মুখে
ক্ষনিকের যৌবন গড়িয়ে পড়ে মধ্য বয়সের কোলে
ফিরে তাকালে হতাশ হই যৌবনের তরে ।


বয় বৃদ্ধের কষা ঘাতে অত্যাচার শুরু
সবাই আমাকে তাচ্ছিল্য করে গঞ্জনা দেয় বেশী
শরীর আমার অষাড় হয়েছে কর্ম করতে নারী
সবাই এখন করুনা করে অপেক্ষা করে মরি!


যখন আমার ইনকাম ছিল মধ্য মনি ছিলাম আমি।