চোখের আড়াল হলেই ‍কি মনের আড়াল হয়
কেন ভাবলে তুমি!
কত স্মৃতি কত কথা সমনে ভাসে যথাতথা
গোপনে লুকিয়ে রাখি হৃদয়ে,
পড়ন্ত বিকেলে সবুজ মাঠে হাতে হাত রেখে পথ চলা
কখনও ভুল বার নয়।
কোন এক সন্ধ্যায় তোমার দেয়া উঞ্চতা
শরীর দিয়ে বিদ্যুৎ’র ঝলকালী দু’কানে গরম বাতাস
এই সুখ স্মৃতি কি করে ভুলি !
পুকুর ঘাটে গোছল করার ছলে তোমার দেখা করা
কি করে অস্বীকার করি বল !
বিশ্ব-বিদ্যালয়ে’র ক্লাসে পাশাপাশি বসা খুন-সুটি করা
অন্তর থেকে কি মুছে ফেলা যায়।
গোলাপী রং’র পোশাক তোমার হৃদয়ের চিত্র পটে আঁকা
বৃথা তোমার চেষ্টা আমায় ভুলে থাকা।
চোখের আড়ালে থাকলে ও তুমি অপেক্ষায় থাকবো চির কাল
ভালবাসার দিব্বি তোমায় ফিরাবে কি করে কাল।