আমি কৈশোরে ফিরে যেতে চাই !
এত চিন্তা এত কষ্ট এত সংগ্রাম আর ভাল লাগে না
নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে এটা কোন নিয়ম
বয়স বাড়লে কি আমার চাওয়া-পাওয়া থাকতে নাই।

কৈশোরে সারাদিন বাড়ী না ফিরলে মা বলতো কোথায় ছিলি
তুই কি আমায় একটু শান্তিতে থাকতে দিবি না!
তোর জন্য তোর বাবার কাছে কেন এত কথা শুনবো বল !
বেহায়া নিলজ্জের মত বসে বসে গিলছিস তোর লজ্জা নাই ?


কৈশোর বয়সে ঐ কথা গুলো মা বললে খুব রাগ হতো
মনে হতো কবে বড় হবো নিজের মত করে চলতে পারব
আমি বড় হয়েছি নিজের মত করে চলছি কিন্ত শান্তি নাই!
কি যেন নাই কি যেন নাই এই অভাব সব সময় থেকে যায়।


একাকিত্ব আমাকে কুরে কুরে খায় কাউকে বলতে পারি না।
আগে জানলে কখনো বড় হতাম না কৈশোরে থাকতাম
মাঝে অনেক সময় চলে গেছে বাব-মা দু’জনই পরপারে
কেউ আর আমার প্রতি রাগ করে না বেহায়া বলে না !


সাপুড়েরা বাজারে সাপ খেলা দেখিয়ে তাবিজ বিক্রি করে.......
কথার মাঝে বলে ছোট বাক্সটি সবার শেষে খুলে দেখাবে
কারন সুতার মত চিকন একটা সাপ আছে যা ভয়ংকর
তাবিজ বেচা শেষ হলেও ঐ বাক্সটা আর খুলে না ।


বাবা মা চলে যাওয়ার পর ঐ বাক্সটার মতই নিজেকে খুজছি
তার কোন সন্ধান আজও পেলাম না।