অপেক্ষায় থাকি অপমান জনক কথা শুনবার
এ যে আমার নিত্য দিনের রুটিন
অভ্যাস হয়ে গেছে না শুনলে ভাল লাগে না ।


অফিসে আমার বস আর বাসায় তার
আমাকে ছোট করে কথা না বলতে পারলে
ওদের যে একদম ভাল লাগে না !


ঘৃণা কটু কথা অপমান করা আমার গলার মালা
প্রথম প্রথম আমার খুব রাগ হতো প্রতিবাদ করতাম
এখন আর রগ হয় না, প্রতিবাদ করার ইচ্ছা জাগে না।


সময় টা এমন অসুস্থ প্রতিযোগীতার......................!!
কে কাকে ছোট করতে পারে মনোদিগন্তে পুলকিত হয় তখন,
যখন সে মনে করে সবার উপরে !


পরিবার সমাজ রাষ্ট্রে সকল জায়গায় এই প্রতিযোগিতা
মনে একটাই চিন্তা কেন আমার হলো না, কেন আমি পেলাম না
অন্য জন মরে মরুক বা মারুক আমার সমস্যা নাই ।