জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া ঘটনা হৃদয় আপ্লুত করে, অতীত সে
কি শুধু বড় বেদনার ছায়া ! ফিরে পেতে ইচ্ছে করে কৈশর, ফিরে যেতে
ইচ্ছে করে যৌবনে; তখন তো বুঝিনি কৈশর আর যৌবনের মর্মকথা।


প্রতিটি মানুষ বুঝে, সময় চলে গেলে, ফিরে পাওয়ার সুযোগ নাই। তবুও
কল্পনাতে স্বপ্নের ঘোরাটোপে খুঁজে ফিরে অতীত! মা বলেছিল, “মুল্যবান
সময় হেলা-ফেলায় পার করছিস্ এক সময় তোকে কুরে কুরে খাবে”।


জীবন এতটা এগিয়ে এসে ভাবছি কেবল অতীত যাতনার, পাওয়া, না
পাওয়ার বাগানে! সেই বাগানের মালি আমি, ভাবলে শিহরিত হয়ে উঠি,
মায়ের কথা, শুধু অতীতকে নিয়ে ঘুরলে কখনো মঙ্গল বয়ে আনে না।


সময় হলেই পৃথিবী ছেড়ে যেতে হবে নিয়তির বিধানে, আমাকে কেউ কি
মনে রাখবে ! জিজ্ঞাসু জনে জনে, কোন সদ উত্তর নাই। মনে রাখার মত
কি কাজ করেছি আমি ধরনীতে!


পাহাড়, পর্বত, গাছ-পালা সারি সারি দাঁড়িয়ে থাকবে, স্বাক্ষী হয়ে রবে আকাশ,
চন্দ্র, সুর্য, বাতাস আর বৈরী আবহাওয়া ? থাকবো না শুধু আমি!