শেষ হয়ে গেল ঢাকায় গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব
এপার বাংলা ওপার বাংলার কবি সাহিত্যিক শিল্পিদের মিলনমেলা
কাঁটা তারের বেড়া ভাষাকে কোলাকুলি করেছে বাংলাকে করেছে ভাগ !  


কবিতা, নাটক, গান আর মনের আকুতিতে নাই কোন বিভেদ
আড্ডায় বসেছিল মনের পশরা বিছায়ে দু’বাংলার জ্ঞানী গুনি জন  
তবে কেন ! অবাধ বিচরনে এত বাধা বিপত্তি এ কেমন সভ্যতা !


স্বাধীন চলফেরায় পহারা, সৃষ্টির সেরা জীব হয়েও খাঁচায় বন্দি।
লোভ-লালসা, ভুমি গ্রহন আধুনিক সভ্যতা করেছে হরন
পারেনি বেড়া দিতে বুকের জ্বালা হৃদয়ের জানালা বন্ধে!


এপার বাংলায় বাবা বাড়ী ওপার বাংলায় মায়ের পরিচয়ে শত বাধা
আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ সভ্যতার আইনে বন্দি
দেখাতে হবে কাগজের নোট বুকে অনুমতির টাটকা সীল
এক দিন প্রেমের টানে মনের আকুতিতে মুক্ত হবে, এই বাধা বন্ধন!