কত দিন শোনা হয়নি ঘুঘু পাখির ডাক
শালিক পাখির সম্মিলিত ডাক, ফিংগের খুনসুটি,
আলো আধাঁরিতে ভোরে মোয়া জিনের আজানের ধ্বনি
কতদিন মা খালা দের পুকুর ঘাটে বাসি থালা বাটি মাজা দেখি নী !


শহরের কোলাহল জীবনে হাঁপিয়ে উঠেছি মা
মা মাটির গন্ধ নেই, নেই বিল হাওড় বাওড়
ভোরের নির্মল বাতাস !
রাখাল গরুর পাল নিয়ে ছুটে না মাঠের পানে
যান্ত্রিক শহরে রিকসা, মটর গাড়ি, প্রাইভেট কারের
কষ কষে ধোঁয়া আর বাহারি রকমের শব্দ ।


বেঁচে থাকার তাগিদে ভোর থেকে মধ্য রাত পর্যন্ত
ছুটে চলে শহরের মানুষ বিরামহীন !
ফুল গাছপালা পশু পাখি ছুঁয়ে দেখার যেন সময় নেই
মনে হয় কৃত্রিম ভালবাসায় ভরিয়ে তুলেছে জীবন।


মা আমার বড় হতে আর ভাল লাগে না !
আমার গ্রাম আগের মতই আছে শুধু বদলে গেছে মানুষ
লোভ লালসা আর কারণে অকারণে !
তারাই আবার দোহায় দিচ্ছে সভ্যতা আর আধুনিকতা কে!