ওরা আমায় ডাকে মিটিং মিছিলে
এক সময় এটা আমার নেশায় পরিণত হয়েছিল
মনে হতো এটা জনগণের দাবী এটা আমার অধিকার
শরীরের রক্ত টগবগ করে ফুট তো হৃদয়ে আঘাত হানত!


মজার বিষয় আমরা আন্দোলন করে যাদের মসনদে বসায়
তারাই ব্যস্ত হয়ে পড়ে নিজেদের আখের গোছাতে
তাদের আত্মীয়-স্বজন চ্যালা-চামুন্ডারা সরকারের লোক
কিন্তু খেটে খাওয়া মানুষের ত্যাগের চাকা ঘুরে বলে না কেউ!


সত্য আর ন্যায়ের পথে চলে এমন নেতা কি এখন আছে
সবাই চায় ক্ষমতা, পাওয়ার ভোগ-বিলাস
নেতা-নেত্রী রা যেমন বদলে গেছে তেমনি বদলে গেছে
জনগণ ও এরা ও সওদা করে ভোট নিয়ে ।


মিটিং মিছিলে প্রচুর লোকের সমাগম
আপনারা কি মনে করেন এমনি এমনি এসেছে লোকজন
খচ্চা আছে বস খচ্চা আছে ! মাথায় ঢুকে না যারা খচ্চা করে
তারা খচ্চা করার পয়সা পায় কোথা থেকে !


যারা টাকা পয়সা দেয় তাদের কি  লাভ! কি উদ্দেশ্য !
তলে তলে আবার ওরাই ওরা নয় তো!
আমরা জনগণ কি বলি র পাঁঠা !