হতাম যদি পাখি.....................
মনের সুখে উড়ে বেড়াতাম
থাকতো না বন্ধ কোন জ্যোতি,
ডানা মেলে বহু দুরে দেশ হতে
দেশান্তরে অজানাকে জানতাম
ঘুরে ঘুরে !


মনের আশা মনের কষ্ট
হৃদয় বহন করে,
মনের আকুল ব্যাকুল করে
সবুজ বাংলায় ঘুরে,
ওরা আমার মন বুঝে না
করে শুধু খবর দাড়ি!


পাখির ডানায় ভর করে
উড়ছি আকাশ পানে,
নিচের দিকে চেয়ে দেখি
স্বপ্ন ধুম্রজালে,
ধনী গরিব ব্যবধান খুঁজে
ধন সম্পদ মেপে !


থাকতো যদি যাদুর চেরাগ
ঘষা দিতাম তাতে,
সকল কিছু সমান হতো
এক নিমেষে।