কৈশর আর যৌবনে চশমা ছিল না চোখে দুর থেকে
চিনে নিতাম ও যে আমার সাথী। মেঘে মেঘে বেলা
হেলায় গেল, ভাবিনী কখনো ভবিষৎ। আরশিতে মুখ,
দেখিনা কিছু ! সেটাই কি ছিলাম আমি !


সময় হয়েছে নিজেকে নিয়ে ভাবার বলে হরিজন!
ছেড়ে গেছে কৈশর যৌবন এসে গেছে মধ্যবন,চশমা
ছাড়া দেখিনা কিছু ভাবছি কতক্ষণ, মনের ভিতর স্বপ্ন
রাজি বিনিসুতার মালা, ভেবে ভেবে ছেড়ে গেল বেলা,
হয়নি জীবনের মেলা।


শক্ত হাতে ধরেছিল যারা প্রাপ্তি তাদের বেশী। মানুষ
দ্যাখে বাহিরের চাকচিক্য টাকা পয়সা কার বেশী !
সমাজের চোখ বড়ই কঠিন বুঝবে কি দিয়ে ? নিজের
প্রতি নিজের অহংকার আছে যার ভরি ভরি!


সভ্য-সমাজে মুষ্টিমীয় লোক অন্যের সম্পদ কাড়ি হয়েছে
মহাজন। প্রতিবেশী অনাহারে অর্ধাহারে মরে, করি না
নিমন্ত্রন ! সমাজ যাবে সমাজের পথে, তুমি যাবে কোথায় ?


এই ভাবে চলে যাচ্ছে আমাদের দিন রাত্রি, রয়ে যায় যত
স্মৃতি, কারো জ্বালায় কারো পোড়ায় ! ধীরে ধীরে ক্ষয়ে
যাবে সভ্য সমাজ! হয়ত; ফিরে আসবে নতুন সমাজ।