মনটা আমার পনের ষোল বয়সা টা হলো আশি
বাহির থেকে সবাই বলে দাদু এখন আসি।
এটা আমার একার কথা বলল তোমাকে ?
শতকরা নিরা-নব্বই জন একই কথা ভাবে।


ছোট ছিলাম ভালই ছিলাম আনন্দ হত কত
দিদিরা সবাই কোলে তুলে বুকে জড়িয়ে ধরত
অনুভূতি গুলো বুকের ভিতর মুখ লুকিয়ে থাকতো।
লজ্জায় রাঙ্গা মুখ দেখে মুচকি হাসি হাসতো
সময় গেছে অনেক পিছনে মনটা আগের মত
দিদিরা সব দাদী হয়েছে আমি হয়েছি বুড়ো।


সময় গেছে সময়ের স্রোতে দিন গেছে রাতের পেটে
বয়স বাড়লে কাকু দাদু সংখ্যার করুন দশা।
মন হলো আশিক আমার জুড়ায় প্রাণের জ্বালা
দেহ ঘড়ি বন্ধ হবে পর-যাত্রার তরে যাত্রীরা সব
যাত্রা করে সময়ের হাত ধরে।