মানুষের বিবেকের থলের মুখ ক্রমশ সংকুচিত হচ্ছে ধীরে ধীরে
ধরিত্রীর আকাশে ক্ষুধার্ত শকুনের দল
প্রতিচ্ছায়া ধরায় হারিয়ে যাচ্ছে সেই পুরানো সব গৌরব
মানুষের মনুষ্যত্ব কালের গর্ভে বিলিন হবার পথে !


কবি কুল এই সব দৃশ্য দেখে দেখে বিরক্ত ত্যক্ত
কবিতারা যেন অন্য দিকে মুখ ফি রায়ে আছে
ইতিহাসের পাতা গুলো যেন বাতাসে উল্‌টায় এক টার পর একটা
কালো অক্ষর গুলো যেন ছুটে ছুটে মাটিতে পড়ে লুটোপুটি খাচ্ছে
আধুনিক সভ্যতার পায়ের পিষ্ট একাকার………………।


ক্রমাগত পায়ের তলায় পড়ে সভ্যতার দম আটকিয়ে আসছে
কবিতার লাইনে এর প্রভাব পড়েছে
শাণিত তরো বারী খোলসের ভিতর গুমরে গুমরে মরছে
কবি জ্ঞান আপ্রাণ চেষ্টায় রত এই সভ্যতার আদি রূপ ফি রায়ে আনার


কিন্তু বিবর্তনের ছাতা মাথার উপর দু’একটা শকুন এখনো উড়ছে
ওরা সম্মিলিত ভাবে গিলে খেতে চায় সভ্যতার আসল রূপ কে
প্রতিনিয়ত নিজের সাথে নিজের ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাচ্ছে
জানিনা এর পরি নতি কি ?