জাতির সাথে জাতির বিভেদ
সৃষ্টি থেকে শুরু,
দ্বন্দ্বে দ্বন্দ্বে জাতির ধ্বংস হচ্ছে
জাতিইশ্বরের শিশু,
জ্ঞানের ভাণ্ডারে যোগান নাই
তর্কে লিপ্ত সবাই,
জাতি সত্তা আবেগ প্রবণ
বস্তুনিন্ঠতা হারায়,
জাতি সত্তায় লুকিয়ে আছে
স্বর্গ-সুখের বাস,
জাতির আলো ছড়িয়ে দিলে
জ্ঞানে ই হবে বাস,
জ্ঞান তত্ব সাধনায় আসে
জাতি হয় সমৃদ্ধ,
সব জাতির দর্শন আছে
চর্চায় হবে প্রসিদ্ধ,
ভবের দুনিয়ায় মানুষ যারা
দ্বন্দ্ব ফ্যাসাদ করে তারা,
সবার উপরে মানুষ সত্য
জাতি হলো নিমিত্ত মাত্র।