জীবন গাড়ী নিয়ে ছুটে চলেছে সামনের দিকে
ছেড়ে রাস্তার দু’পাশে গাছপালা, বাড়ীঘর আমার
পিছনে ছুটছে;
সময় যেমন আমাদের ছেড়ে যায়, স্বাক্ষী হয়ে রই
বিশেষ ঘটনা!


শিশু, কৈশর, যৌবন, মধ্য বয়স, বৃদ্ধ মানব জীবনের
বিবর্তনের ফসল, ফিরে আসার সুযোগ নাই।  
বিধাতার বিধানে ছুটে চলেছে জীবন কত স্মৃতি কত
ঘটনা জড়িযে থাকে স্মৃতি পটে, কখনো ফিরে না।
তবে মাঝে মধ্যে মনের আঙ্গিনায় উঁকি দেয়!


পৃথিবী যেমন বিবর্তনের ধারায় ছুটছে, মানব জীবন
তেমনি, একজন মানুষ বেঁচে থকে তার উত্তরসুরীর
কাছে তিন পুরুষ ধরে, পরে হারিয়ে যায়। মনিষী,
পন্ডিত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি বেঁচে থাকে যুগ যুগ
ধরে।


এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে নাহি চাই,
তবুও বিধাতার বিধানে ছেড়ে যেতে হয়! জীবন
মৃত্যুর মাঝখানে মানুষ বিচরন করে, লোভ-লালশা,
চাওয়া-পাওয়া, খ্যাতি যশ ইত্যাদির প্রতিযোগীতা
ভাল মন্দের বিচার করে না, আমরা জানি,“ আজ
মরলে কাল দু’দিন” তবুও!