মাইক্রোক্রেডিটে কর্ম করি কিস্তি উঠানো কাজ
নিয়ম করে কিস্তি তুলি সকাল বিকাল রাত।
পেটের দায়ে চাকুরী করি লাগছে বড় বেশ
নিত্য দিনের একই কাজ করছি আমি বেশ।


প্রেমের ফাঁদে পড়লাম যখন কলেজের ছাত্র তখন,
বিশ্ব-বিদ্যালয়ের শেষের আগে গোপনে বিয়ে করি ।
বিয়ের খবর পরিবারে গেল বাড়ী থেকে অর্ধ-চন্দ্র দিলো  
ঐ যে মাথায় পোকা গেলো বেকার জীবন শুরু হলো।


মনে বড় স্বপ্ন ছিল বিসিএস করে আমলা হবো  
লেখাপড়া শেষ করে আরাম করে জীবন কাটাবো
সরকারী নিয়োগ বন্ধ হলো স্বৈরচার ক্ষমতায় ছিল  
রাজনীতির গ্যাড়া কলে দেশটা তখন রসাতলে।


শ্বশুর বাড়ীর জামাই আদর পাইনা আমি আর
বউ আমার জ্ঞানের প্রদীপ শিক্ষকতা করে
সবাই বলে বেকার জামাই বউ’র ঘাড়ে চলে
বেকার থাকায় হাজার প্রশ্ন সহ্য করতে হয়।


জীবন আমার আঁধার কালো আলোর দেখা নাই
শ্বশুরালয়ে খেয়ে পরে জীবন ঔষ্ঠা যায়!
বেকার জীবনে আশার আলো মাইক্রোক্রেডিটে কর্ম হলো  
কর্ম-জীবন শুরু হলো বেকার জীবনের অবসান হলো।


দু’জনই কর্মজীবি গুরু আলাদা থাকার জীবন শুরু
সপ্তাহান্তে গৃহে ফিরি পরিবারের সাথে মেলা করি
স্মরণ করি শুরুর বছর দেখতে দেখতে অনেক বছর
সৃষ্টিকর্তার আর্শিরবাদে জীবন যাচ্ছে সাচ্ছন্দে।