জন্ম মৃত্যুর মধ্য খানে জীবন চলমান
অভিজ্ঞতা সঞ্চয়, জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ,
তাহলে কি হচ্ছে সময়ের অপেক্ষায়!


চলমান জীবন কেউ হেলা ফেলায় কাটায়
কেউ বা আবার সময়ের সাথে পল্লা দিয়ে
কাটায়, শেষ বয়সে হিসাব-নিকাশ শুণ্য!


সময় থাকতে নিজেকে নিয়ন্ত্রন করে না
স্বপ্ন থাকে এভাবে চলবে জীবন, দুঃখ যখন
আশি আশি করে থামাবার শত চেষ্টায় রত
সম্ভব হয় না আর!


বিধাতার নিয়মে নিয়তি চলে মানুষ চলতে
চাই নিজের নিয়মে, ভাবে এক হয় যে আর
এক।, মনের ভিতর জেদ চাপে অন্যায় করে
বেশী, বুঝে উঠেনা শেষে!


যৌবন কালে ছেলে মেয়ে কোন বাধায় মানে না
নদীর স্রোতের সাথে গা ভাসিয়ে দেয়, উজানে
উঠে শেষে। সময় ছেড়ে গেলে আসে না ফিরে।


জীবনের বাতি ঘর শুণ্য হৃদয়ে কাঁদে, মনের
গহীনে ঘোর অন্ধকারে ফেলে আসা দিন হাতড়ে
খুঁজে! খুঁজে পায়না ভালোর কোন আলো
চারিদিকে অন্ধকার কালো।