আঁধারে মুখ লুকিয়ে তুমি কৃত কর্ম ঢাকে
আলোকিত জীবন টাকে অন্ধকারে রাখো
ছন্ন ছাড়া বৈবাহিক জীবন অন্ধকারে ধায়
কাল-বৈশাখী ঝড়ের আভাস জীবন তরী বায়!


জোয়ার ভাটার জীবন টাকে গড়ছি জনম ধরে
সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তুমি আছো নিকট দুরে
গুমানী নদীর ব্রিজে দাঁড়িয়ে দেখো ঢেউ র খেলা।


ডুবছে আকাশে সূর্য মামা রক্তিম আভায় মেলা  
পুব আকাশে মেঘ জমেছে শ্রাবণ মেঘের খেলা  
মাল্লারা নৌকার গুন টানে নদীর কিনারা ধরে
নৌকার মাঝি হাঁক দিয়ে ডাকে সর্বনাশের ভয়ে।


নব বধূ চুপটি করে নৌকার ছৈ-এ বসে
ঢেউ র তালে নৌকা দেখ হেলে দুলে চলে
হৃদয়ের মাঝে ভয়ের আশংকা নব বধূর মনে
ভয় নিবারণে মরিয়া মাঝি গানের সুর তোলে
শক্ত হাতে বৈঠা ধরে নৌকার দাঁড় টানে।