শরীরের ক্লান্তি সারাদিনের পরিশ্রম শেষে
শান্তি খুঁজি নিজের মধ্যে নিজের কাছে,
এটা করি সেটা করি ইচ্ছে করে ব্যস্ত থাকি
শান্তি আমায় ছেড়ে যায় দুরে বহুদুরে.........!


ওকে খুঁজে পাওয়ার নিরন্তর চেষ্টা,,,,,,,,,,
মোবাইলে, চারিদিকে খুজাখুজি করে আমি ক্লান্ত
কোথায় গেলে দু’দন্ড শান্তির দেখা পাব বলো না আমায়
অভাগার হৃদয় খালি করে কি সুখ তুমি পাও !,


আনন্দ ভরে অন্ধকারে জোনাকীরা জ্বলে নিভে
জীবনের প্রতিটি মুহুর্ত কেন এত অন্ধকারে ভাসে  
জোৎস্নার আলোয় তারারা কেমন আনন্দে খেলা করে
আমার আকাশে ঘনো অন্ধকার কেন বার বার ফিরে আসে!


সময়ের বুকে সময়রা হারায় ভরের আলো বাতায়নে
পাখিরা সব আড়মোড়া ভাঙ্গে পথিকের পদোচারনায়
দিনের শুরু অসুখিকে নিয়ে আগে আগে হেঁটে যায়
সুখ নামের একটু শান্তি যদি কখনো খুঁজে পায় !