গ্রাম কি আর আগের মত গ্রাম আছে....................!!
চারিদিকে নগরায়নের জোয়ার গ্রাম অবধি পৌঁছে গেছে
গ্রামের মেঠো পথে গরুর গাড়ীর কেঁচোর কেঁচোর শব্দ মধুর
গাঁয়ের বধুর লাজুক মুখ গাড়োয়ানের গানের সুর
সব কিছু এখন অতীত !!


মেঠো পথে পিচের রাস্তা ইঞ্জিন গাড়ী চলছে হর-হামেশা
চাঁদের আলো হারিয়ে গেছে তড়িৎ আলোর কাছে
সন্ধ্যা বাতির প্রয়োজন হয় না, গোয়ালে আর ধুঁয়া দেয় না
নাকের নোলক যাদু ঘরে মাথার ঘোমটা যেন আকাশে উড়ে
নতুন বধুর লাজুকতা আর দেখা যায় না বাস্তবতার কষাঘাতে !


অমাবস্যার রাতের রূপ আগের মত হয় না
রাতের বেলায় দিনের আলো তড়িৎ বাতির গুনে
ভূতের ভয়ে গা ছম ছম হারিকেনের দরকার পড়ে না
সিঁধেল চোরের রূপের বদল হাতে সাবোলের বদলে বন্ধুক
মুরুব্বীদের আর সম্মান করে না ছোকরারা হয়েছে গুরু !


সিবিলাইজেশনের চাপে পড়ে সভ্যতা গেছে হারিয়ে
সহমর্মীতা. মানবিকতা, সহবত এখন কথার কথা
আকাশ সংস্কৃতি খেয়ে ফেলেছে নিজস্ব সংস্কৃতি
অনুভবে অনুকরণ সব কিছু যেন এখন জগা-খিচুড়ী !!