শত বাঁধা পেলে ও সত্য চলে সঠিক পথে
মিথ্যা চলে অন্যের কাঁধে সত্যের অপলাপে
মানুষ আছে মানুষ নাই লোভের বাক্সে বন্দী
দুনিয়া চলে কথার প্যাঁচে অস্থির হয় ফন্দি!


উকিল মামা মামলা চালায় ঘটনার সূত্র ধরে
বিবাদী কে প্রমান করে আইনের চোখে সঠিক
কথার প্যাঁচে কথা বলে মিথ্যাকে বলে সত্য ।
সময় চলে সময়ের সাথে দিনের পর আসে রাত
উকিল মামা সাজায় ঘটনা মিথ্যার অপলাপ
জর্জ সাহেব সবই বুঝে উকিলের বয়ান শুনে !


প্রমান ছাড়া নির্দোষ হয় না হয় না রায় জারি
বিবাদী তখন খালাস পায় বন্দী হয়ে যায় বাদী
বিবেকের জ্বালায় পুড়ে জর্জ সাহেব মনটা হয় ভারী।