বছরের একটি দিন (নির্দ্রিষ্ট) খুব আনন্দের
আবার খুব কষ্টের!
কাউকে বলা যায না, আমার কষ্ট আমার আনন্দ
আমার কাছে থাক।


ঐদিন টি ছাড়া বছরের অন্যান্য দিন কেবলি আনন্দ
আর সুখের সকলকে নিয়ে হরদম উপভোগ করতে
চাই, আবার করাতে চাই।


পরিবারের কিছু মানুষ থাকে জীবনে খারাপ ছাড়া ভাল
কিছু চিন্তা করতে পারে না, অন্যের ক্ষতি করার জন্যই
মুখিয়ে থাকে।

ঈর্ষা, হিংসা, লোভ, নিজের করে চাওয়া, মানুষ গুলোর
মনুষ্যত্ব, ভালবাসা, লজ্জা, দুঃখ চরিত্রে নাই। বিধাতা
জীবন সঙ্গী তার মত মিলিয়েও দেয়!  


হৃদয়ে চাপা কষ্ট, শ্বাস-প্রশ্বাসে বাধা, কোন আনন্দই আমার
কাছে ভাল লাগেনা। চোখের সামনে ভয়ংকর ঘটনা তড়িৎ
ভেসে আসে। বিধাতার কি বিচার ঐ দিন আমার জন্মদিন
আবার বাবার মৃত্যুদিন (অস্বাভাবিক মৃত্যু)।