জন্মভুমি মা আমার সোনার চেয়ে দামি
তোমার কোল মাথা রেখে ছেড়ে যাবো না জানি।
সবুজ ঘেরা ধানের ক্ষেত বক শালিকে লাগছে বেশ
দোয়েল শ্যামা কাকের দেশ সে যে আমার বাংলাদেশ।

গরু ছাগল বাছুর ধেনু, গ্রাম বাংলার পয়সার রেনু,
নদী নালা খাল বিল পুকুর আছে বাড়ীতে,
মাছ চাষে সেরা মোরা ইলিশ ভরা নদীতে।

পাট চাষে গর্ভ করি, চা বাগান পাহাড়ে, আনারসের
ফলন দেখে মন ভরে আহারে, গর্ভ করে চাষিরা সব
সোনার ফসল সবজি চাষে, কি ফলেনা বাংলার মাটিতে !
  
আম, জাম, কাঁঠাল, লিচু এ যে আমাদের পুর্ব সেতু,
কৃষক চাষীদের পৌষ মাস তরমুজ ফুটি করে চাষ
নতুন করে চাষীরা ভাবে, কি কি চাষ বাকী আছে!

ফুলের চাষ নতুন চাষ, নার্শারীতে জীবনের আশ
ডেইরী আর পোল্ট্রি ফার্ম কত নিবেন দেখে যান !
পোশাক শিল্পে এগিয়ে মোরা, আইটিতে করছে বেশ।

যোগাযোগে সমস্যা নাই, চুক্তি করতে বাধা কোথায়।
গর্ভ করি তোমায় নিয়ে, তোমার চরনে দিও ঠাঁই  
দেশ আমার, মা আমার, জন্মভুমি বাংলাদেশ আমার ।