কর্মের মাঝে কু-কর্ম করে
গোফের নীচে মুচকি হাসি
বাহিরে দেখলে ভোলাভালা
ভিতর দেখলে বিষের জ্বালা।


অন্যের ঘাড়ে বন্ধুক রেখে
শিকার করে যিনি
তিনি মোদের বড় নেতা
বড়ই সুযোগ সন্ধানী!


ফসল বুনে কৃষাণ-কৃষাণী
ভাল থাকার আশায়
মধ্য মহাজন গিলে খায়
বড় মহাজনের কথায়।


ছোট বেলার চাওয়া-পাওয়া
বড় হলে ভুন্ডোল
স্বপ্ন গুলো মাঠে মরে
অন্যায় করতে মশগুল।


ওরা বড় বড় স্বপ্ন দেখায়
কাজের বেলায় নাই
নিজের স্বপ্ন বিশ্বাস করে না
আম জনতা কে কয়।


ভাজা মাছটি উল্টে খেতে পারে না
অশান্তির ঘরের মা
সবাই তারে ভালবাসে
নিজেই বিশ্বাস করে না।