কলমের কালি না লেখার কারণে শুকিয়ে গেল কলমে,
দিনে দিনে হাতের লিখা যাচ্ছে যাদু ঘরে আঙ্গুল গুলো কি-বোর্ডে !
আবেগ বিহীন ভালবাসা ফেস-বুকে চলে মাতাল হয়ে ঘর বাড়ি ছাড়ে
মোবাইল ব্যবহার মানুষকে করেছে অলস আর মিথ্যাবাদী ।


চলতে মানা হাঁটতে বাধা প্রযুক্তির বিস্তারে ফ্যাষ্ট ফুডের ফুল ঝুড়ি
থমকে গেছে রান্না বাড়ী সহধর্মীনি ভালবাসে না মোবাইল চেয়ে বেশী !
টিভির চ্যানেলে চোখ দুটোর ব্যবহার, চলাফেরা বিহীন স্থুলুকায় স্বাস্থ্য
অফিস থেকে বাড়ী ফিরে শান্তি নাই ঘরে ।


সারা রাত অন-লাইনে কিশোর কিশোরীরা ঘুম ছেড়ে আড্ডা মারে,
পূর্ব পরিচয় ছাড়া প্রেমালাপ করে না চিনলে ও চেনার ভ্যান করে
দিনের বেলায় চোরের মত অষাঢ হয়ে ঘুমায়। মানুষ এখন অসুস্থ
নাম না জানা অসুখে পাড়া গাঁয়ের মানুষ এখনও বিশ্বাস করে ভৌতিকে।


জল পড়া, তাবিজ পড়া, ফুঁ-দিলে অসুখ সারে ফকির ফাকরা গাঁয়ে
এলে হুমড়ি খেয়ে লাইন ধরে।  নারী কুল পর্দার আড়ালে জানতে
চায় না সত্য কি ? এখনো মধ্যযুগীয় কায়দায় মাতব্বরা শলিশী করে।


আজব সময়ের আজব মানুষ জ্ঞানের পরিধী ঐটুকু, জ্ঞান আহরণে
বিমুখ তারা টিক চিহ্নে ব্যস্ত যারা কপি পেষ্টের সময় এখন বুদ্ধি খরচ
শয়তানীতে, কথা ছাড়া ইশারায় কাজ, বাচন ভঙ্গি আল-মারিতে সাজ,
মানবতা, সভ্যতা, সহিষ্ণুতা কথার কথা, এই ভাবে চলতে থাকলে  
মানব জাতি ধ্বংসের দার প্রান্তে !