কেমন পথিক তুমি হে
পথ চিন না !
পথিকের জন্য পথের সৃষ্টি
পথের জন্য পথিক না।
দিশাহীন পথিক তুমি
হাঁটছ সারাক্ষণ।
নিজের জন্য ভালবাসা তোমার
অন্যের জন্য নয়!
নিষ্ঠুর ভালবাসায় আপ্লুত তুমি
অপর জনে কষ্ট পায়।
গংগা ফড়িং হরেক রকম উড়ছে আকাশে
সরিষা ফুলের হলুদ রং রৌদ্র মিশেছে
হাঁটার গতি পথিক জানে
পথের আদর পেয়ে
দক্ষিণা বাতাস লাগছে বুকে
সরিষা ক্ষেতের কুলে।
কৃষকের মুখে মধুর হাসি
ক্ষেতে র ফসল দেখে
গ্রামীণ সমাজের আনন্দের ফসল
নগরায়নের ইঞ্জিনে,
পরিবর্তনের ছোঁয়া সকলের মাঝে
সামনের দিন কি হবে কেউ জানে না।