পড়ন্ত বিকেলে যাত্রা পথে হাঁটা
ছায়াও হাটে সাথে,
সূর্য তোমাকে ডুবতে দেখে আতংকিত আমি
যদি আর দেখা না হয় যদি ফিরে না আস


দূর বোকা! প্রস্থান মানে শেষ বিদায় নয়
নতুন রূপে ধরায় ফিরে আসা
এ যে আমার আজন্ম অভ্যাস
তুমি অপেক্ষায় থাকবে রাতের অন্ধকারে।


স্বপ্ন লোকে বিচরণ করি সারারাত ঘুম আসে না
শিশু থেকে কৈশোর যৌবনের শেষ প্রান্তে
হিসাব কষে দেখি কি করেছি আর কি করি নী
কতটুকু হাত বাড়িয়েছি ওদের জন্য জমার খাতা শূন্য ।


সূর্য যেমন আলো দিয়ে অন্ধকার দূর করে
মানুষ আমি মানুষের বিপদে সাহায্যে র হাত বাড়ায় নি
নিজের ভাল থাকার আপ্রাণ চেষ্টা করে গেছি
আমি কি সুখী, আমি কি ভাল আছি সবই তো আছে।