আমি হাঁটি দেহ হাঁটে
ছায়া হাঁটে সাথে সাথে
মন কেন পিছনে হাঁটে !


ছল-চাতুরী করে সম্পদ গড়া
যৌবন কালে আত্মহারা
ঘুমের মাঝে করে তাড়া।


বয়স হলে ছোট বেলা কাঁদে
উপায় নাই পড়ে যায় ফাঁদে
দৌড়ে পলায় সমাজের কোলে ।


অন্ধকার নির্জন ঘরে একা
প্রেত-আত্মারা ঘিরে ধরে যারা
মনে হয় গলা টিপে মারবে তারা।  


বাঁচার জন্য প্রাণপনে ছুটে চলেছি
তাড়া করছে সকল অসংগতি
এমন সময় আসবে আগে ভাবিনী।