জীবন এখন হঠাৎ ইট চাপা ঘাসের মত
আমি যখন কৈশোরে নেতা হবার স্বপ্ন দেখে ছিলাম,
আমি যখন যৌবনে দেশ-প্রেমিক হবার স্বপ্ন দেখে ছিলাম
ভাল মানুষ হবার স্বপ্ন দেখে ছিলাম ছাত্রত্ব যখন শেষ দিকে।


আজ যখন বেকার বেমালুম সব স্বপ্ন ভুলে গেছি
জীবন যুদ্ধে আমি পরাজিত সৈনিক;
নীতিকথা, তাত্ত্বিকতা, সৎ মানুষ হওয়া, আমার কাছে এখন
দুঃস্বপ্ন এর কোন মানে নাই।


কবি সুকান্তের ভাষায় বলতে হয়,“ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি”। অভাব যখন পরিবারে
হারিকেনের রূপে আঘাত হানে, তিলে তিলে তৈরি করা চরিত্র
চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়ে ! কতক্ষণ, কতদিন, কতকাল ঝড়ের বিপরীতে
টিকে থাকতে পারবো বলো।


আমি ফাটা বাঁশের চিপায় পড়ে সঠিক আর বেঠিকের মাঝে
হাবুডুবু খাচ্ছি, আমার ঔরসজাত সন্তান আমায় ঘৃণা করে,
আমার স্ত্রী আমাকে কাপুরুষ বলে, আত্মীয়-স্বজনের আমায়
করুণা করে, প্রতিবেশীরা হাসাহাসি করে, আমি তো মানুষ!


ছাত্র জীবনে মুষ্টি বদ্ধ উপরে হাত, সমাজ বির্নিমানে সংকল্প, কর্ম-
জীবনে একে একে ছেড়ে যাওয়া, লোভের ভাগাড়ে মুখ লুকিয়ে
ফেলা, চেনা মানুষ গুলো নিমেষেই অচেনা হয়ে যাওয়া, হৃদয়ে
দগ্ধ ঘায়ে মরিচ গুঁড়ো ছিটিয়ে লেবু চিপে দেয়া, কতক্ষণ
টিকে থাকা যায় সত্য আর ন্যয়ের মাঝে!