আমি হতে চাই ছোট খোকা বাবুর মতন
খিলখিলিয়ে হাসতাম আর ধুলোয় লুটোপুটি খেলতাম
থাকতো না কোন বৈসয়িক চিন্তা ভাবনা
থাকতো না কোন রাজনৈতিক ঘোরাটোপ
জীবন যেখানে গিয়ে থামতো বুঝতো অভিভাবক !


এখন যে আমি অভিভাবক ফেলে আসা শিশুকাল কেন !
আমায় কাঁদায় কেন আবার হাসায় বুঝি না
দায়িত্ব আমার কাঁধে এ যে অনেক ওজন নাভিশ্বাস উঠে গেল
ফেলে পালানোর কোন পথ ও দেখি না।


বর্তমান সময়ে বাজার খুব চড়া যেমন রৌদ্রের তীব্রতা বেশী
ছাতা ছাড়া বাজারে গেলে হিট-স্ট্রোক হবার সম্ভাবনা আছে
লাইন ধরে বিক্রেতা ব্যবহার্য জিনিষপত্র নিয়ে একান্ত মনে বসে
কিন্ত দিনে দিনে আশ্চার্যজনক সকল পন্যের দামে তাপমাত্রা বৃদ্ধি!


জীবন আছে তাই ধুঁকে ধুঁকে বেঁচে আছি !
কাউকে বলা কয়া যায় না তাই মনের বন্ধু কলম ও খাতা বলি
অভিভাবকের মনের কষ্টের কথা ওদেরকেই বলে রাখি
ওরা নিরব দর্শকের মত কথা গুলো শুনে কিন্ত প্রতিকার করে না।


তাই তো আমি ঈশ্বরের কাছে আবার খোকা বাবু হতে চাই!