এই জগত সংসার ছেড়ে যেতে হবে সবার
কেউ কি ভাবে দিনে একবার !
যতদিন শ্বাস ততোদিন আশ ।


আভিজাত্য, ক্ষমতা, অর্থের মোহে পাগল
কখনো শেষ পরিণতি ভাবে না !
নিজেকে মনে করে দুনিয়াতে অবিনশ্বর ।


তাইতো রাজার সাথে রাজার যুদ্ধ,
ক্ষমতার সাথে ক্ষমতার,
আভিজাত্যের সাথে আভিজাত্যের দ্বন্দ্ব ।
ভুলেও কি পরিনতির কথা ভাবে এক বার!


সৃষ্টিকর্তা দেহ ঘড়িতে দম দিয়ে ধরায় পাঠিয়েছে
দমের ব্যবহার সৎ কাজে, সৎ পথে ব্যবহার করে ক’জন !
দমের বিক্রিয়া মানুষকে পাগল করে তুলে ।


সে তো মহামায়া’র বেড়া জালে আটকিয়ে আছে
দেহ ঘড়ির দম ফুরোলে নিস্তেজ দেহ পড়ে রবে ধরায়
ক্ষমতা ঐশ্বর্য প্রতিপত্তি সব পড়ে থাকবে
কিন্তু তুমি থাকবেনা।