মৌমাছিরা হুল ফুটায় বিষ ঢালে পরে
ভোটের আগে সালাম করে,
পাশ করলে গলা টিপে ধরে।


জন সমুদ্রে বক্তৃতায় মুখের ফ্যাফ্যা তোলে  
আড়ালে বিষ ঢালে কারনে অকারণে
ধরা ছোঁয়ার বাহিরে থেকে ইশারায় কাজ সারে।


মনের সুখে জন্ম দেয়া ছেলে কে আদর করে
খুনের রক্ত গায়ে গতরে
অভিনয়ে জুড়ি মেলা ভার,
যেন অস্কারে হবে পার!


মিথ্যা বলতে বলতে হাঁপিয়ে উঠে
সত্য বলার সুযোগ খুঁজে,
সত্য যখন সামনে দাঁড়ায়,
মৃত দেহ লুটিয়ে ধরায়।


কৈশোরে মনের চাওয়া, যৌবনে বাধা, মধ্য বয়সে
নিরাশ হওয়া, বৃদ্ধ বয়সে বৃথা।
চাওয়া গুলো মনে রেখে পরকালে যাওয়া।