আমি কোথায় তুমি কোথায়
কেউ তা জানে না,
মনের কথা প্রকাশ করলে
পাত্তা দেয় না,
আবেগ থাকে নিজের মধ্যে
প্রকাশ করা যায় না,
স্বার্থের কাছে সবাই পাগল
ভালবাসে না।


ভ্যাপসা গরমে জীবন নষ্ট
মানুষ বাঁচে না,
গুমরো মুখও দিনের আলো
বাতাস ছাড়ে না,
জৈষ্টী মাসে আম পাকা গরম
আমের বড় স্বাদ,
মধু মাসে মধুর মিলন
ফলের সমাহার।


প্রকৃতির বুকে জন্ম নেয়া
হরেক রকম প্রজাতি,
গুরুত্ব ভেদে বিচার করলে
অজানা থাকে সব কিছু,
মানব প্রজাতি ধ্বংস করে
নিজের স্বার্থে সব কিছু।