সুপ্ত মনে গুপ্ত ধন
আন তবে বীণা আন,
প্রতিভা লুক্কায়িত থাকে
ঘষলে মাজলে প্রস্ফুটিত হয়।


রূঢ় কথায় আঘাত পায়
শিক্ষণীয় সেথায় রয়,
শুনলে মনে কবি হয়
গভীরে ভাবলে শুধরে যায়।


মনোযোগে বুদ্ধি বাড়ে
উত্তেজনায় বিপদ বাড়ে,
তৃতীয় ব্যক্তি সুযোগ নেয়
সম্পর্কে দূরত্ব বাড়ায়।


হেনো কাজ করার আগে
মন স্থির প্রয়োজন আগে,
লক্ষ্য ছাড়া করলে কাজ
সুফল পাবেনা সত্য আজ !


মানুষ এখন ছন্ন ছাড়া
ভালবাসার বাঁধন হারা,
সত্য কাজের বালাই নাই
মিথ্যা বলার ফুলঝুরি তাই।