যত দিন যাচ্ছে ততো যেন কাছের মানুষ গুলো
কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে !
আমার চিন্তা ভুল নাকি সময় বদলে দিচ্ছে
মহা গোলক ধাঁধায় পড়ে যায় !


বাল্য বয়সে এত কিছু ভাবার সময় ছিল না
বাঁধন হারা পাখির মতন ছুটে বেড়াতাম
মা মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে বকা বকি করতঃ
পড়া লেখার নাম নাই শুধু টো টো করে ঘুরে বেড়ানো !


এক গাল হাসি দিয়ে মাকে সহজে ভুলানো যেত
কৈশোর বয়সে বকনি খেয়েছি কত কিন্তু !
গায়ে লাগেনি, আজ যেন সব অতীত কেউ কিছু বললে  
গায়ে লাগে দ্রুত!


সময়ের বিবর্তনে কালের গর্ভে সব কিছুর মহা-পরিবর্তন
স্বার্থ ক্ষমতা ঐশ্বর্য ধন সম্পদ ইত্যাদি
কাছের মানুষ গুলো কেমন যেন অচেনা
কৈশোর আর বাল্যকালের আনন্দ চিটে-ফোটাও নাই।