আমার স্ত্রীর কলিগ আর স্ত্রী মোবাইল ফোনে
কথোপকথন চলছে সাথে হাসাহাসি, বুঝতে
পারছি আমাকে নিয়ে কথা হচ্ছে, লিখার ফাঁকে
আড় চোখে দেখলাম লজ্জায় গাল লাল
হয়ে আসছে!


জিজ্ঞাসা করতে মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকার
ইশারা করল, আমি বার বার তাকে বিরক্ত করতে
সেট-টা আমার হাতে দিয়ে বলল! কথা বলো,
আমি অপ্রস্তত হয়ে গেলাম।


আবারো কথা বলতে ইশারা করছে, হাতে মোবাইল
বাধ্য হয়েই হ্যালো বললাম, কথা শুনে, দিদি ওপার
থেকে বলছে ভালবাসা মিশ্রিত কথা, সত্যি দিদি খুব
ভাগ্যবাণ এতটুকু মিথ্যা বলেনি।


কথোকপথনের এক পর্যায় দিদি বলে ফেললো
আমি তো আপনার প্রেমে পড়ে গেলাম দাদা!
দিদি সামান্যতম মিথ্যা বলেনি আপনার সমন্ধে।
আপনার দিদির এটা অন্ধ বিশ্বাস।


ভালবাসা হৃদয়ের গভীরের বিষয় কাউকে দেখানো
যায় না। অনুভব করতে হয়, নিঃশ্বার্থ ভাবে। একে
অপরের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধাশীল হতে হয়। ঠিক
এই কাজটা আমি করি দিদি!