কৌতূহলী মন আমার হাজার চিন্তা মাথায়
জীবন যুদ্ধে আমরা সৈনিক যুদ্ধ করি দিবা রাত্রি।
কখনও জয় কখনও পরাজয় জীবন যুদ্ধের খেলায়
সূর্য উঠে সূর্য ডুবে দিন রাত্রির খেলা।
ভালবাসায় অন্তর জ্বালা কালা মনে বাড়ায় জ্বালা
খুঁজে ফিরি জীবন কাল সামনে আসে বাল্যকাল।
আত্মা যখন আত্মার ভিতর প্রশ্ন কোথায় থাকে
ডিজিটাল সময় এখন মনটা ছুটে আগে।
চোখের নেশায় ভালবাসে মনটা করে উড়ু উড়ু
হৃদয় বিহীন ভালবাসায় পরিনতি ঘটে দুর্দশায়।
একে অন্যকে দোষারোফ করে স্বীকার করে না কেহ
বাড়তে থাকে দূরত্ব দায়িত্ব নেয় না কেউ।
বিচ্ছেদ ঘটে হর হামেশা দুঃখ নাই তাতে  
মনের সুখে চ্যাট করে শান্তি খুঁজে ফিরে।
বাবা মায়ের কষ্টের কথা প্রতিবেশীরা ভাবে
ছেলে মেয়ের দুঃখ নাই ব্যস্ত থাকে নিজে।
আকাশ খোলা সংস্কৃতি হর-হামেশা দেখি
ভাল মন্দের বিচার নাই অনুকরণে ঝুঁকি।
মানুষের মনুষ্যত্ব বোধ হারিয়ে গেছে বটে
অসামাজিক কার্যকলাপ সেটাই বেশী ঘটে।