কৃষক মাঠে ফসল ফলায় মাথার ঘাম ফেলে
শীত নাই, বর্ষা নাই, সময় মেনে চলে,
জমির সাথে দোস্ত তালি হৃদয়ের টানে করে
সবুজ ঘেরা ধানের ক্ষেত দক্ষিনা বাতাসে দোলে
ঘুঘু পাখির মধুর ডাক কৃষান–কৃষাণীর কানে
রাখাল বালক গরু চরায় ধান ক্ষেতের ধারে
মেঠো সুরে বাঁশি বাজায় মনের আনন্দ খুলে
রফিক চলে মাঠ ধরে দুই দুয়ারীর মাঠে
পরিশ্রম করে ফসল ফলায় কৃষকবন্ধু গনে
শষ্য বিত্রিু কম দামে মধ্য সত্ত-ভোগীরা জানে
সুবিধা নেয় দালাল শ্রেণী, কৃষকরা শষ্য বুনে
দিনে দিনে নিঃস্ব-কৃষক আগ্রহ হারায় মনে
কৃষি কাজ ছেড়ে কৃষক অন্য কাজে মনে।