ধরিত্রীতে সৃষ্টি কর্তার সৃষ্টি কাঁকড়া প্রজাতি
তারাও পৃথিবীর জলে স্থলে বিচরন করে
যদিও মানুষের মত বোধ বুদ্ধি নাই
তবুও তাদের দলগত বসবাস।


মানুষের মত তাদের ও জৈবিক চাহিদা আছে
পুরুষ মহিলা উভয়ে যৌন চাহিদা মিটায়
মার্তৃত্বের স্বাদ মহিলা কাঁকড়া জানে সামনে কি বিপদ !
তবুও মার্তৃত্ব থেকে পিছ পা হয় না।


আমরা ভুবনে সৃষ্টির শ্রেষ্ট জীব হয়েও পারি না
স্বার্থ, লোভ-লালশা, নিমজ্জিত আমাদের জীবন
সবাইকে নিয়ে ভাবা তো দুরের কথা.............
নিজেকে নিয়ে ব্যস্ত সর্বদা সময়...........!


কাঁকড়া মার্তৃত্ব গ্রহনে মৃত্যু অনিবার্য জেনেও মা হয়
মায়ের পেটের নাড়ি ভুড়ি খেয়ে বাচ্চারা বড় হয়
নতুন প্রজন্মকে ধরায় রেখে নিজেকে উৎসর্গ করে
মা কাঁকড়া বাচ্চাদের জন্ম দিয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ে।