আমাদের আর কোন অশান্তি নাই
ছিল একটু আগে,
লোভী আমরা দল বদল করেছি
হয়ে গেছি ওরা,
গতকাল সারারাত জুড়ে চলছিল
দল বদলের ঘোড়া,
বিক্রি করে ফেলেছি নিজস্ব ধ্বজা
আনন্দে উল্লাসে ফেটে পড়েছিল ক্যাম্পাস
জয়ধ্বনি, শ্লোগান, হই চৈ ই
ভেসে আসছিল কানে,
টাকা পয়সার ভাগাভাগি ভোজের উৎসব
কেন তোমার মনের ভিতর শংকা,
গত জন্মের কথা ভেবে!
ইট ভাটার দগদগে লেলিহান শিখা
দেখে এগিয়ে এসে বলেছি,
কী ভয় তোমার! এখন তো ভাল হলো
সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে এক হয়েছি আমরা
আর কোন কিন্তু রইল না।