গড়াই নদীর তীর ধরে হেটে চলেছি দু’দণ্ড শান্তির আশায়
নদীর মাঝে জাহাজ চলে আনন্দ খেলে যায় মনের মাঝে  
সূর্য অস্ত যাওয়ার লাল আ-ভাতে মন মেতেছে আমার !


নদীর কলে মানুষ মেলা নীল আকাশে হাজারো পাখির ভেলা ,
চোখের সামনে সুর্য ডুবে যাচ্ছে কোথায় ভাবছি হেটে হেটে একা।
প্রতিদিন জীবন থেকে এই ভাবে হারিয়ে যাচ্ছে একটি করে দিন,
এ দিন আর ফিরবে না, তেমনি করে হারিয়ে যাবো আমি এক দিন।


নদীর কুল কুল ধ্বনি ছোট ছোট ঢেউ একে অপরে জড়াজড়ি করে
ধেয়ে আসছে কোলে এসে কোথায় যেন হারিয়ে যাচ্ছে,
ঠিক এই ভাবে প্রকৃতির সৌন্দর্য ধীরে ধীরে বিলিন হয়ে যাচ্ছে !
প্রকৃতি-তে দেখা যায় না তাল গাছের সারি, ছোট ছোট টিলা,
এখানে সেখানে ঝোপ জঙ্গল, বাংলার মেঠো পথ, গরু ও ঘোড়ার গাড়ি
আরো কত কি ?


প্রকৃতিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া এতে প্রাণ নেই, নেই কোন উচ্ছ্বাস,
আছে শুধু মানুষের ব্যস্ততা, ভালবাসা এখন মোবাইলে,
প্রেম যেন টেলিভিশন পর্দায়, মানুষের মন যেন নিজের কাছে নেই !


এতটুকু শান্তির আশায়, একটু আবেগ একটু ভাল লাগার লোভে  
শহর থেকে একটু দুরে গড়াই নদীর কোলে খোলা আকাশের নীচে আসা
নদীর জল দেখে দেখে প্রশ্ন করি তোমরাও কি আমায় ছেড়ে যাবে এক দিন !