ফুটফুটে জ্যোৎস্না রাত বাড়ীর ছাদে বসে একা
মধ্য রাতে নিজের মত করে জ্যোৎস্নায় হরিয়া যাওয়া
কয়েক দিন থেকে মন টা ভাল নেই !
চাকরিজীবীদের করুন দশা বেতন সে তো আগের
মতই আছে কিন্ত বাজারে আগুন !


দৈনন্দিন খরচ চালাতে হিম সিম খেতে হচ্ছে প্রতি নিয়ত
কাউকে যাচ্ছে না বলা আবার চাহিদা না করাও যায় না
দো-টানায় পড়ে পরিবারের কর্তার মরন দশা !
চাহিদা মত বাজার আনা হয়নি সমস্যা বলতে পারে না ।


এভাবে দিনের পর দিন খেয়ে না খেয়ে চলছে জীবন
আর্থিক সঙ্গতির সাথে পরিবারের সম্পর্ক নিবিড়
সর্ব ক্ষেত্রে কৃচ্ছসাধন করা যায় কিন্ত ক্ষুধা কি করা !
এ যে বেহেস্ত আর দোযকের সমান !