মনের কথা লুকিয়ে রেখেছি হৃদয়ের আলমারি তে
কপাট বন্ধ বাহির হওয়ার রাস্তা নাই,
কথা গুলো অক্সিজেনের অভাবে মরার উপক্রম,
পাল্লা খুলে দেখে না কেউ !


প্রতিটি মানুষ বাহিরের চেহারা দেখে, ভিতর টা
কেউ দেখে না, দেখতে ও চাইনা,
হাসি খুশি আনন্দ দায়ী লোকটার ভিতরে কি কষ্ট,
কি দুঃখ লুকিয়ে রেখে আনন্দ দেয়।


সমাজ তার নিজস্ব গতিতে চলে, তবে সমাজের
লোক গুলো লোভাতুর দৃষ্টিতে দেখে,
তারা চাওয়া পাওয়ার জন্য গোপনে অন্যায় করে
আড়ালে থেকে যায় সব কিছু,


পরিবার একটি মিনি রাষ্ট্র কাঠামো,
বর্তমানে একান্নবর্তী পরিবারের অস্তিস্থ্য শেষ প্রান্তে
আত্মকেন্দ্রিকতা দিন দিন বেড়ে ই চলেছে,
পরিবারের কর্তা বা কর্ত্রী রাই চায় না।


বর্তমানে পরিবারের মিল খুঁজে পাওয়া মুশকিল
সহবত, ধৈর্য, ত্যাগ করার মানুষিক তা হারিয়ে যাচ্ছে,
যা সমাজের জন্য হুমকি স্বরূপ, সকলকে ভেবে দেখার
সময় মনে হয় এসে গেছে!